খবর

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : ঝিনাইদহে মাসব্যাপী মাদক বিরোধী প্রচারাভিযান শুরু হয়েছে। রোববার সকালে শহরের পুরাতন ডিসিকোর্ট চত্বরে এ প্রচারাভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, জেলা শিক্ষা অফিসার মো: মোকছেুদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী, সহকারী উপ-পরিদর্শক জিএম হাফিজুর রহমান, সিপাই শহীদুল ইসলাম, সাইদুল হক, আব্দুল আজিজ খান, শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মাসব্যাপী এই প্রচারাভিযান কালে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, বিভিন্ন স্থানে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা এবং মাদক বিরোধী অভিযান চালানো হবে।
মাদক বিরোধী এ অভিযান ৩১ জানুয়ারি শেষ হবে।





তথ্যআইন © ঝিনাইদহ পৌরসভা

বাস্তবায়ন: মিলেনিয়াম সিস্টেমস্ সলিউশন লি.