খবর

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : “সমাজসেবার উদ্ভাবন, সেবায় এবার ডিজিটাইজেশন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে গতকাল সোমবার সকালে ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলেন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, এনডিসি মিজাবে রহমত, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম প্রমুখ।

সেসময় সরকারী, বেসরকারী কর্মকর্তাসহ প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।





তথ্যআইন © ঝিনাইদহ পৌরসভা

বাস্তবায়ন: মিলেনিয়াম সিস্টেমস্ সলিউশন লি.